আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাষ্টিস্ সভায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক

জিয়াউল ইসলাম : ব্যুরো প্রধান খুলনা :

খুলনার শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাষ্ট্রিজের চেয়ারম্যান ও সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক বলেছেন‘‘ প্রতিষ্ঠানের সেবার পরিধি বৃদ্ধি করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। উন্নত সেবা প্রদানে হাসপাতলের অবকাঠামোগত উন্নয়নসহ বেশ কিছু পরিকল্পনা গ্রহন করা হয়েছে যা দ্রæততম সময়ে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। হাসপাতালের মূলভবনটি সম্প্রসারণ করে চারতালা করা এবং নতুন একটি উন্নত মানের মানসম্মত কেন্টিন নির্মানের পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন হাসপাতালে সেবা নিতে আসা রোগিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সকলকে আরো আন্তরিক ভাবে কাজ করতে হবে’’। তিনি বুধবার সকাল ১০টায় খুলনার শিরোমণির বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাষ্ট্রিজের সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। হাসপাতালের ম্যানেজিং ট্রাষ্টি ও প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মোঃ আব্দুর রবের সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন ট্রাষ্টি বোর্ডের ট্রেজারার ড. সৈয়দা লুৎফুন নাহার, ট্রাষ্টি সদস্য শেখ আকরাম হোসেন, সৈয়দ হাফিজুর রহমান, মিসেস হালিমা ইসলাম, বি এম এ সালাম, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু। সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগদেন ট্রাষ্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ও ট্রাষ্টি সদস্য প্রফেসর কাজী শহিদুল আলম।সভায় হাসপাতালের চিকিৎসার মানুন্নয়নে গুরুত্বপুর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের এ্যাডমিনিষ্টেটর শেখ মহিতুজ্জামান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিচুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ