পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্য রাতে গ্রেফতার করে রাতভর নির্যাতন ও আদালত বসিয়ে সাজা দেয়ার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
আজ (১৫ মার্চ) রোববার সকালে জেলার মিশনমোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ সাংবাদিক ড. শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুর রব সুজন, আহমেদুল ইসলাম মুকুল, খোরশেদ আলম সাগর, সুলতান হোসেন, মাজেদ মাসুদ, আসাদুজ্জামান সাজু, নিয়াজ আহেম্মদ শিপন, শরিফুল ইসলাম রতন, মিজানুর রহমান দুলাল, ইলিয়াস বসুনিয়া পবন, জাহাঙ্গীর আলম শাহীন,ইউনুস আলী, হেলাল কবির প্রমুখ।