আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ঝালকাঠিতে করোনা ভাইরাস প্রতিরোধে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র ক্যাম্পেইন ও মাষ্ক বিতরণ

ইমাম হোসেন,  ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে জনসচেতনা সৃষ্টির জন্য পথসভা ক্যাম্পইন ও মাষ্ক বিতরণ করা হয়েছে। গত ২৯ নভেম্বর ঝালকাঠি রিপোর্টাস ইউনিটির আয়োজিত এক সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ক্যাম্পেইন ও মাষ্ক বিতরণ করেন।

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: আসিফ সিকদার মানিকের সভাপতিত্বে ক্যাম্পেইন ও মাষ্ক বিতরণের কর্মসূচী অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক ভবন চত্বরে ঝালকাঠির ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এজিএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ খান, সাংবাদিক কল্যাণ বিষয়ক সম্পাদক একেএম মঞ্জুরুল ইসলাম, কোষাধ্যক্ষ খান মো: আলমগীর হোসেন, সদস্য মো: সাইদুল ইসলাম বাবু, মো: মিলন সরদার, সুমন সমাদ্দার,জাহাঙ্গীর ফরাজি, শিহাব উদ্দিন মু. রিয়াজ, অমিত কংস বনিক প্রমুখ।

ঝালকাঠির ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান উদ্বোধনকালে মাষ্ক বিতরণ কর্মসূচীর প্রশংসা করে সকলকে মাষ্ক পরিধান করার পরামর্শ প্রদান করেন। পরে এই কর্মসূচীতে ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার সভাপতি, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক দৈনিক পরিবর্তনের জেলা প্রতিনিধি প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, কোষাধ্যক্ষ এইচএম গিয়াস উক্ত কর্মসূচীতে অংশ গ্রহন করেন।

এসময় বিএমএসএফ নেতারা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে একত্রিত হয়ে ভাসমান ফলের দোকানে ও পথচারীদের মধ্যে মাষ্ক ব্যবহারের উপকারিতা সহ বিভিন্ন দিক তুলে ধরে ক্যাম্পেইন করেন একই সাথে তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। এছাড়াও সাংবাদিকবৃন্দ পথচারী মানুষদেরকে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করেন মাস্কবিহীন জনগনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করে সংগঠনের সাংবাদিকরা। দেশ ও জনগণের স্বার্থে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির এ মহতি কাজের প্রশংসা করেছেন আদালত প্রাঙ্গনের উপস্থিত শত শত জনতা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ