খান ইমরান , বরিশাল প্রনিতিধি
বরিশাল নগরের উত্তর আমানতগঞ্জে চাঁদা না দেয়ায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় এরইমধ্যে স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা মজিবর সিকদার ও তার সহযোগী নিজামকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।
তিনি জানান, চাঁদা দাবি ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যে মামলায় মজিবর সিকদার ও তার সহযোগী নিজামকে নামধারী আসামী করা হয়েছে এবং তাদের গ্রেফতারও করা হয়েছে।
এদিকে অভিযোগ সূত্রে জানাগেছে, উত্তর আমানতগঞ্জের নয়া বাড়িতে কিছু জমি ক্রয় করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট শহিদুল ইসলাম। সেখানে গিয়ে শনিবার রাতে চাঁদা দাবী করেন স্থানীয় যুবলীগ নেতা মজিবর সিকদার তার সহযোগী নিজাম সিকদার। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে শহিদুল ইসলামকে মারধর করেন তারা।