আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের  অপসারণের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউপি চেয়ারম্যান কাউছার আলীর বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও অপসারনের  দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি এই  মানববন্ধন কর্মসূচি পালন করে ওই ইউনিয়নের ৯ ইউপি সদস্য ও এলাকাবাসী। মানববন্ধনে কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করে বলেন, খনগাঁও ইউপি চেয়ারম্যান কাউছার আলী পরিষদের ভেতরে মাদক সেবন করেন। এর প্রতিবাদ করতে গেলে অনেকেই লাঞ্ছিত হয়েছে তার কাছে। এলাকার ভূমি দখল, নারী নির্যাতন, জনগনের টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগ বিষয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগও করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ইউপি চেয়ারম্যান বহাল তবিয়তে রয়েছে। আমরা এই চেয়ারম্যান অনিয়মের বিচার ও তার অপসারনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করছি।
এই অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান কাউছার আলীর কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, একটি চক্রান্তকারী গোষ্ঠী আমার জনপ্রিয়তাকে হেয় করার জন্য উঠে পড়ে লেগেছে, সব কিছু ভিত্তিহীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ