আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের প্রতিবাদ

খান ইমরান , বরিশাল প্রতিনিধি

 

টাস্কফোর্স অভিযানের নামে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে মারধর করে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে যেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল দেওয়া হয়েছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল।

নিউজ এডিটরস কাউন্সিল প্রেরিত বিবৃতিতে সংগঠনের সভাপতি আরিফিন তুষার, সাধারণ সম্পাদক রিপন হাওলাদারসহ সকল সদস্যবৃন্দ ন্যাক্কারজনক এই ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানান। নিউজ এডিটরস কাউন্সিল মনে করেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্যে যা উঠে এসেছে তাতে সম্পূর্ণ প্রতিহিংসাপরায়ন হয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক এমন ঘটনা ঘটিয়েছে।

পূর্বের সকল প্রতিহিংসাকে হার মানিয়ে রাতের আঁধারে ঘরের দরজা ভেঙ্গে সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে মারধর করেছে। তারপর ওই সাংবাদিককে একবছরের কারাদন্ড প্রদান করেন। এরমাধ্যমে প্রমানিত হয় নিজের গোমড় ঢেকে রাখতে এই কাজ করেছে জেলা প্রশাসন। এ ঘটনার শাস্তি না হলে সংবাদপত্র স্বাধীনতা হারাবে। যা বর্তমান সরকারের ভিশনের পরিপন্থি।

নিউজ এডিটরস কাউন্সিল দাবী করছে, অভিযুক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রত্যাহার করে প্রভাবমুক্ত তদন্ত শেষে সাংবাদিক নির্যাতনের ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ