আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

ইউনিয়ন পরিষদ অপারেশন এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালার সমাপনী

জিয়াউল ইসলামঃ ব্যুরো প্রধান খুলনাঃ

খুলনা জেলা প্রশাসনের ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ প্রকল্পের আওতায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের দুই দিনব্যাপী ইউনিয়ন পরিষদ অপারেশন এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। খুলনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে আজ (রবিবার) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ইউনিয়ন পরিষদে কর্মরত নবীন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের উদ্দেশ্যে বলেন, পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে জনসেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে নতুন যোগদানকৃত কর্মচারীদের তিনি সংকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
ইএএলজি প্রকল্পের আর্থিক ও কারিগরি সহযোগিতায় খুলনা জেলার প্রকল্পভূক্ত ৩০টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। অনুুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএএলজি প্রকল্পের জেলা সমন্বয়ক ইকবাল হাসান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ