আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

সাভারে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক

 

সাভারে একটি বেসরকারি ক্লিনিকের এক নারীকে (৩৫) বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।

শনিবার রাতে সাভার মডেল থানায় ধর্ষিতা নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

শহিদুল্লাহ প্রধান (৬৫) সাভারের ব্যাংক কলোনী মজিদপুর এলাকার মৃত দানু প্রধানের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, ব্যাংক কলোনী এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি ক্লিনিকের মার্কেটিং বিভাগে কাজ করেন তিনি। চাকরির সুবাদে দুই মাস পূর্বে মজিদপুর এলাকার শহীদুল্লাহ প্রধানের সাথে সাক্ষাত হয়। এরপর থেকেই বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল লম্পট শহীদুল্লাহ। পরে আজ শনিবার সকালে মজিদপুর এলাকায় শহীদুল্লাহ তার মেয়ে রোকসানা বেগমের বাড়িতে তাদের বিয়ে হবে কৌশলে ডেকে নেয়। এসময় ফাঁকা বাসার একটি কক্ষে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শহীদুল্লাহ। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে ওই বাসা থেকে পালিয়ে থানায় অভিযোগ করেন তিনি।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল হক রনি জানান, ভুক্তভোগী ওই নারী অভিযোগ পেয়ে শনিবার দুপুরে অভিযুক্ত শহীদুল্লাহ প্রধানকে মজিদপুর এলাকা থেকে আটক করা হয়। এছাড়া ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ