হাসনাত কাইয়ুম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া
কেউ মেরিড, কেউবা ব্যাচেলর। আচ্ছা, অলমোস্ট ব্যাচেলর কিংবা অলমোস্ট মেরিড কাউকে দেখেছেন? কী মশাই, অবাক হলেন তো?
মধ্যরাতের সুনসান নিরবতা ছাপিয়ে হাসি-ঠাট্টা আর অবাক করা সব রঙ রসের ছলে বইয়ের কথা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এমনই এক জম্পেশ আড্ডায় মেতে উঠেছেন #ATN_NEWS স্টুডিওতে গ্রামীণ ব্যাংকে কর্মরত ছাত্র জীবনে কলেজ পর্যায়ে ” বঙ্গবন্ধু ও বাংলাদেশ “রচনা প্রতিযোগিতায় প্রথম স্তান অধিকার করে স্বর্ন পদক প্রাপ্ত জনপ্রিয় লেখক হারুন- অর- রশীদ । সঙ্গে ছিলেন লেখক শাহীন রহমান। সঞ্চালনায় ছিলেন এ প্রজন্মের জনপ্রিয় কথা সাহিত্যিক সাদাত হোসাইন। #ইয়ং_নাইট প্রচারিত হবে আজ রাত বারোটা ত্রিশ মিনিটে, বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজে। ইয়ং নাইট অনুস্টানটি দেখান আহবান করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সহঃ সভাপতি মোঃ আসিফ ইকবাল খোকন।