আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বানিয়াচং বড়বাজারের অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন এমপি মজিদ খান

 

নিজস্ব প্রতিবেদকঃ

বানিয়াচংয়ের বড়বাজারের অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন এমপি মজিদ খান।
২৮ নভেম্বর দিবাগত গভীর রাতে বানিয়াচং উপজেলার বড়বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত হয়েছে ১৪টি ব্যাবসা প্রতিষ্টান।
এতে আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে ১ কোটি টাকার উপরে।
ক্ষতিগ্রস্থ ব্যাবসা প্রতিষ্টান ও ব্যাবসায়ীদের কে সমবেদনা ও সহমর্মিতা জানাতে পরিদর্শন করেছেন এমপি মজিদ খান।
২৯ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬টার সময় বানিয়াচং বড়বাজারে দূর্ঘটনা জনিত অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে যাওয়া দোকান ঘর পরিদর্শন করেছেন।
এ সময় ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে শান্তনা দেন।
হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান বড়বাজারের অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক ও এনজিও প্রতিষ্টানের প্রতি আহবান জানিয়েছেন।
এমপি মজিদ খানের সাথে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী হারুন মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা আওয়ামীলীগ নেতা ও বড়বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি হাজী জয়নাল মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল,হাজী আবুল হোসেন,যুবলীগ নেতা শাহিবুর রহমান প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ