আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

রায়পুরে বিশেষ অভিযানে পলাতক ৫ আসামী গ্রেফতার

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম-সেবা’মহোদয়ের নির্দেশে রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল জলিল মহোদয়ের নেতৃত্বে এসআই মোঃ শেখ কামাল, এএসআই আহসান মোরশেদ ও সংগীয় ফোর্স সহ যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি মোজাম্মল হক, পিতা-মৃত কেরামত আলী হাওলাদার, সাং-দক্ষিন কাঞ্চনপুর, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে ডি এম পি ঢাকা হইতে গ্রেফতার করেন।

এসআই নাসিম উল হক ইমরান, এসআই আলী আশরাফ জুয়েল, এসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মনিরুজ্জামান, এএসআই সালাহউদ্দিন ও সংগীয় ফোর্স সহ রায়পুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানামূলে পলাতক আসামী ১) মোঃ ইউসুফ হোসেন(২৫), পিতা-আবুল কালাম, সাং-উদমারা, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে উদমারা সাকিন হইতে গ্রেফতার করেন, ২) বাবুল হাওলাদার(২৫), পিতা-আজিদ হাওলাদার, সাং-চর কাছিয়া, ০৪নং ওয়ার্ড, উভয় থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে চর কাছিয়া সাকিন হইত গ্রেফতার করেন।

রায়পুর থানার মামলা নং-২৭(১১)২০২০ইং, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) এর আসামী রাসেল হোসেন প্রঃ সুমন(৩৮), পিতা-মৃত হাজী রফিকুল ইসলাম, মাতা-অহিদেন্নেছা, সাং-পূর্বলাছ, পৌর ০১নং ওয়ার্ড, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ পূর্বলাছ সাকিন হইতে গ্রেফতার করেন। নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামী মোঃ কামাল হোসেন(৪৫), পিতা-সেকান্তর আলী, সাং-পূর্ব দেনায়েতপুর, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে দেনায়েতপুর সাকিন হইতে গ্রেফতার করা হয়। সর্বমোট ০৫ জন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ