আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় একটি কারখানার ছাদ থেকে পড়ে ফারজানা (২৪) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আশুলিয়ার কাঠগড়ার নতুন পুকুরপাড় এলাকার ক্রসওয়্যার লিমিটেড কারখানার ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা যান তিনি।

নিহত ফারজানা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাড়ই গাঁ গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। সে গত ২ মাস আগে কারখানায় যোগদান করেছে বলে জানা যায়। গত ৭ থেকে আট দিন অনুপস্থিত থাকার পর আজ কারখানায় উপস্থিত হন তিনি।

কারখানার এইচআর অ্যাডমিন অফিসার তৌহিদ জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে কারখানায় এসে বিকেলে কারখানার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে ওই পোশাক কর্মী।

তিনি আরও জানান, বিকেলে কারখানার ছাদ থেকে হঠাৎ পড়ে গেলে এলাকাবাসী ঘিরে ধরে। ঘটনা জানতে পেরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাদ পোশাক শ্রমিকের জন্য উম্মুক্ত না হলেও কি করে শ্রমিক ছাদে গেলো তার সদুত্তর দিতে পারেন নি এই কর্মকর্তা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল-মামুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ