আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ফার্মেসীকে ৪৮ হাজার টাকা জরিমানা  

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসন্স না থাকায়,নকল ঔষধ, মেয়াদউত্তীর্ণ ঔষধ ও বিদেশী ঔষধ বিক্রির দায়ে ৬ ফার্মেসী দোকানিকে ৪৮ হাজার টাকা জরিমানা ।  বৃহস্পতিবার ২৬ নভেম্বর সাড়ে ১২টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট আহম্মেদ সাব্বির সাজ্জাদ এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনের ঔষধের দোকান গুলোতে এ অভিযান পরিচালনা করেন। এসময় সাথে ছিলেন মুন্সীগঞ্জ জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাবুব হোসাইন। অভিযানে ড্রাগ লাইসন্স না থাকায় এবং নকল, মেয়াদ উত্তীর্ণ ও বিদেশী ঔষধ বিক্রির দায়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সর সামনের সানহা ফার্মেসীকে ১০ হাজার টাকা, মেসার্স মোল্লা ফার্মেসীকে ১০ হাজার টাকা,বিক্রমপুর মেডসিন কর্ণার ১০ হাজার টাকা, অজয় মেডিসিন কর্ণার ৮ হাজার টাকা, খান ফার্মেসীকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ মেডিসিন কর্ণার ৫ হাজার টাকা। মোট ৬টি ঔষধের দোকানীকে ড্রাগ-১-১৯৪০ এর ১৮ ও ২৭ ধারা ও ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৫২ ধারায় ৪৮হাজার টাকা জরিমানা করন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ