আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

মৌলভীবাজার জেলা পুলিশের মাস্ক সপ্তাহ শুরু

বিকাশ সিলেট প্রতিনিধি :

ঝুকি নেয়ার দরকার নাই,মাস্ক ছাড়া গতি নাই” “মাস্ক পরুন সেবা নিন, করোনার প্রাদুর্ভাব আটকে দিন” “মাস্ক পরি সুস্থ থাকি, প্রিয়জনকে রক্ষা করি”
এ শ্লোগানে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যেগে সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতা মুলক উদ্যেগ গ্রহন করা হয়েছে। তারই অংশ হিসেবে সাধারণ জনগনকে সচেতন করার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে জেলার ৩০ টি স্থানে একযোগে জেলা পুলিশ মাস্ক সপ্তাহের উদ্ভোধন করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলার রাজনগর থানার কলেজ পয়েন্টে গিয়ে দেখা রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসিমের নেতৃত্বে একদল পুলিশ যাত্রীবাহী গাড়ীতে উঠে সাধারণ মানুসকে মাস্ক ব্যবহারে উৎসাহ প্রদানে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিহীন মানুসকে মাস্ক পরিয়ে দেয়া হচ্ছে,আবার যারা মাস্ক পরিধান করেছে,তাদেরকে পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। পুলিশের এমন ব্যবহারে খুশি সাধারন জনগন।তারা প্রতিজ্ঞা করছে,এখন থেকে মাস্ক পরিধান নিয়মিত করবে। জেলা পুলিশের প্রেস ব্রিফিং এ জানা যায়, জেলার প্রতিটি থানায় একটি করে মাস্ক মঞ্চ তৈরি করা হয়েছে। জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সুশিল সমাজের প্রতিনিধিগণ মঞ্চ থেকে সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করছে। জেলা পুলিশের প্রেস ব্রিফিং এ জানা যায়, পুলিশ প্রাথমিকভাবে মাস্ক সরবরাহ করে মাস্ক ব্যবহারে উৎসাহিত করবে। পরবর্তীতে মাস্ক ব্যবহারে বাধ্য করতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ