আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে আ’লীগের যৌথ বর্ধিত সভায় মেয়র প্রার্থী নির্বাচন করার জন্য ৫ জনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত

 

রনজিত কুমার পাল (বাবু)
ঢাকা জেলা প্রতিনিধি :

ঢাকার ধামরাই পৌরসভার নির্বাচন নিয়ে দলীয় মেয়র প্রাথী ও কাউন্সিলর প্রাথী বাছাই করে নির্বাচন করার জন্য উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ২৮ শে ডিসেম্বর ২০২০ ঢাকা জেলার ধামরাই পৌর সভার নিবার্চন। এ’নির্বাচনে আওয়ামীলীগের
প্রার্থী হিসেবে বাছাই করে নির্বাচন করার জন্য মতবিনিময় সভা ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নে মোহাম্মদীয়া গার্ডেনে বুধবার(২৫শে নভেম্বর) সকাল ১১ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মাসুম খান এর সভাপতিত্বে এ’যৌথ বর্ধিত সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাইয়ের মাটি ও মানুষের নেতা, ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ
এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম রতন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব দেওয়ান আফছার উদ্দিন জিন্নাহ, ঢাকা জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শফিকুল আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা,
আওয়ামী লীগের জেলা, উপজেলা,পৌর নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,প্রত্যেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন,পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক , সম্ভাব্য মেয়র প্রার্থীগন,ও কাউন্সিলর প্রার্থীগন , ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
এ’ যৌথ বর্ধিত সভায় বিভিন্ন নেতৃবৃন্দের বিস্তারিত বিষদ আলোচনায় পৌর নির্বাচনে আ’লীগের নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হলে নেতৃবৃন্দ কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেন। তার মধ্যে ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দকে নির্বাচন মনিটরিং কমিটিতে রেখে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন, কোন সমস্যা থাকলে গঠিত কমিটি তাৎক্ষণিক সমাধান করার ব্যবস্হা করার প্রচেষ্টা গ্রহন। পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থীগন নিজ নিজ প্রচারণায় ব্যস্ত থাকায় মেয়র এর প্রচারণায় দুর্বলতা ফুটে উঠেছিল বিগত নির্বাচন গুলোতে তাই মেয়র প্রার্থীর প্রচারনায় যাদের কমিটিতে রাখা হবে তাহার কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় অংশ গ্রহণ করতে পারবে না।দলীয় ঐক্য বজায় রাখতে না পারলে নৌকা প্রতিকের প্রার্থীর বিজয় ধরে রাখতে কঠিন সমস্যায় পড়তে হবে। পরিশেষে একক প্রার্থী না দিতে পারায় ৫ জন মেয়র প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহারা হলেন (১) আলহাজ্ব গোলাম কবির মোল্লা, বর্তমান পৌর মেয়র (২) অ্যাডভোকেট খন্দকার আবুল কাসেম রতন (৩) বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন ( সাকু) সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামী লীগ , (৪) সাহেব আলী ধর্মবিষয়ক সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও ৬ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর,(৫) দেওয়ান আফসারউদ্দিন ( জিন্নাহ) , প্রাক্তন অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মহাপরিচালক বি,এস,টি,আই,।
উপরোক্ত মেয়র প্রার্থীগন প্রত্যেকে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেন মানণীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দলের গঠনতন্ত্র মোতাবেক যাকেই নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার প্রার্থী হিসেবে ঘোষণা দিবেন তার হয়েই নৌকা প্রতিককে বিজয়ী করার জন্য সবাই সম্মিলিত ভাবে কাজ করবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ