আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ভূরুঙ্গামারী নতুন ধান কাটার পাশাপাশি চলছে হালখাতার ধুম

আরিফুল ইসলাম জয় কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী) প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে শুরু হয়েছে আমন ধান কাটার ধুম। কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। পাশাপাশি ধানের ন্যায্য মুল্য পাওয়ায় স্থানীয় মুদি, ঔষধ, কাপড়ের ব্যবসায়ীরাও খুশি। ধান কাটার শুরুতেই ব্যবসায়ীগন তাদের হিসাবের খাতা খুলে বসেছে, সারাবছর বাকিতে বিক্রি করেছে এখন হালখাতার মাধ্যমে তাদের হিসাব সমাপনী করবে। তাই এখন হালখাতা কার্ড ছাপানো ও বিলি করা নিয়ে ব্যাস্ত সময় পার করছে ব্যবসায়ীরা। ধলডাঙ্গা বাজারের ঔষধ ব্যবসায়ী আব্দুল আজিজ জানতে চাইলে সে জানায় গ্রামাঞ্জলে অধিকাংশ লোকজন কৃষি নির্ভর। তারা সারাবছর বাকিতে ঔষধ নেয় এবং হালখার সময় সেই বাকি পরিশোধ করে। রায়গঞ্জ বাজারের কাচামালের ব্যবসায়ী সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে সেও একি কথা বলেন। কার্ড ব্যবসায়ী এমদাদুল হক বলেন প্রতিবছর অগ্রহায়ণ মাসে হালখাতার কার্ড প্রচুর পরিমানে বিক্রি করেন। প্রিন্ট ব্যবসায়ী আরিফ এর কাছে জানতে তিনি বলেন প্রতিবছর অগ্রহায়ণ মাসে তাকে দিন রাত পরিশ্রম করতে হয় হালখাতা কার্ড ছাপানো কাজের জন্য।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ