পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম টিএন স্কুল এবং পাটগ্রাম সরকারী হুজুর উদ্দিন গার্লস স্কুলের এসএসসি ব্যাচ ৯৫’র উদ্যোগে একদিনের জন্য ফ্রি ক্যাম্পিংয়ের আয়োজন করে।
আজ শুক্রবার পাটগ্রাম টিএন স্কুলে ক্যাম্পিং করে এ্যাজমা, হাঁপানি ও শ্বাসকষ্ট রোগিদের ফ্রি সেবা প্রদান করে থাকে।
ফ্রি ক্যাম্পিংয়ে রোগীদের সেবা দিতে রংপুর এ্যাজমা সেন্টার হতে আগত ডাঃ এসএম রওশন আলম ( সহকারী অধ্যাপক রংপুর মেডিকেল কলেজ) ও তার দল সারাদিন চিকিৎসা এসব রোগীদের সেবা প্রদান করেন। ক্যাম্পিংয়ে সারাদিনে প্রায় দুইশত রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এসএসসি ৯৫ ব্যাচের পাটগ্রাম উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আরাফাত সুলতান কার্নিজ, বেক্সিমকো ফার্মার কর্মকর্তা সাফিউল ইসলাম প্রধান, শাহনেওয়াজ পারভেজ রাজিব, আরিফুর রহমান অপু, সুমি বেগম, ইসরাত জাহান লোনা প্রমুখ।