নিজস্ব প্রতিবেদক
ধামরাইয়ে নাছিম হোসেন(১৩) নামে ৯ম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নিজ ঘর থেকে নাছিম হোসেনের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাছিম হোসেন নান্নার আলিয়া মাদ্রাসার ৯ম শ্রেণীতে পড়তেন। তিনি ধমরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে নুরুল ইসলামের ছেলে।
জানা যায়,নাছিম নিয়মিত মাদ্রাসায় যেতে না চাওয়ায় গতকাল নাছিমের বাবা নাছিমকে বকাঝকা করে। এতে অভিমান করে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।