আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

সাভারে পরিমানে কম দিয়ে চাল বিক্রির দায়ে তিন পাইকারী আড়তের গুদামে অভিযান পরিচালনা করে অর্থ দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকেলে সাভারের নামাবাজারে পাইকারী চালের আড়ৎ এ অভিযান পরিচালনা করেন সাভারের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের নামাবাজার এলাকার ৩ চালের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওজনে কম দেওয়ার অভিযোগে লোকনাথ খাদ্য ভান্ডারকে ৫০ হাজার, শক্তি ভান্ডারকে ৫০ হাজার ও মেসার্স নুর ট্রেডার্সকে ৩৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

তিনি আরও জানান, পার্শ্ববর্তী আড়তদারদের সতর্ক করা হয়েছে। এরকম অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ