আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

বাগেরহাট জেলার মোল্লাহাটে পুষ্টি বিষয়ে ৩ দিনের প্রশিক্ষনের উদ্বোধন

 

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, মোল্লাহাটে পুষ্টি বিষয়ে তিন দিনের প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১) নভেম্বর ২০২০) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সভা কক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী এ প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি আরএমও ডাঃ আব্দুল আউয়াল। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাট এর সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দিলীপ বিশ্বাস। এ প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নিউট্রেশন কো-অর্ডিনেটর হোসনেয়ারা বেগম ও জেজেএস এর নিউট্রেশন স্পেশালিষ্ট মৌতিথি আইচ।

প্রশিক্ষনের প্রধান অতিথি ডাঃ আব্দুল আউয়াল তাঁর বক্তব্যে বলেন, পুষ্টি বিষয়ে আমাদের সচেতনতার কোন বিকল্প নেই। পুষ্টি একটি সার্বজনীন বিষয়। সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠান পুষ্টি নিয়ে কাজ করায় দেশ আজ পুষ্টি বিষয়ে অগ্রগতিলাভ করেছে। ৩ দিনের এই প্রশিক্ষণ থেকে পুষ্টি বিষয়ে অর্জিত জ্ঞান উপজেলার তৃণমূল পর্যায়ে ও সেবা ছড়িয়ে দেয়ার জন্য প্রশিক্ষনার্থীদের আহবান জানান। সরকারের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, প্রানিসম্পদ ও অন্যান্য ডিপার্টমেন্ট থেকে ২০ জন প্রশিক্ষনার্থী এই পুষ্টি বিষয়ক প্রশিক্ষনে অংশ গ্রহন করছেন। প্রশিক্ষনে খাদ্য, পুষ্টি, বৈচিত্র খাবার, গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন, খাদ্য নিরাপত্তা, ব্যক্তিগত ও পারিবারিক পরিচ্ছন্নতা ও অন্যান্য বিষয়ে আলোকপাত করা হয়। ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে পুষ্টি উন্নয়নে অংশ গ্রহণমূলক সমন্বিত প্রকল্প-(ক্রেইন) এর আওতায় উন্নয়ন সংস্থা জেজেএস অনুষ্ঠানটির আয়োজন করে। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের নেতৃত্বে এবং ওয়াটার এইড-এর কারিগরী সহায়তায়, বাগেরহাটের কচুয়া, মোংলা, মোল্লাহাট ও শরণখোলা উপজেলায় জেজেএস ও রূপান্তর পুষ্টি উন্নয়নে প্রকল্পের অন্যান্য সকল কার্যক্রম বাস্তবায়ন কওে চলেছে। প্রশিক্ষনে সার্বিক দায়িত্ব পালন করেন জেজেএস-এর উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ