আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ওয়ার্ল্ড ন্যাচারাল অলিম্পিয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পিরোজপুরের জাহাঙ্গীর আজিজ

 

মতিউর রহমান, পিরোজপুরঃ

ওয়ার্ল্ড ন্যাচারাল অলিম্পিয়া (বিশ্বের ৬৩ টি দেশর অংশগ্রহণে) এই মৌসুমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮ তম জনবহুল শহর লাস ভেগাসে অনুষ্ঠিত; THE PINNACLE OF NATURAL SPORTS (প্রাকৃতিক ক্রীড়া চূড়া) বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পিরোজপুর জেলার কীর্তি সন্তান জাহাঙ্গীর আজিজ। গত ১২ নভেম্বর ২০২০, অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় ক্রীড়া মডেল ও শরীরচর্চা ক্যাটাগরিতে বাংলাদেশের হয়ে লাভ করেছেন দু’টি স্বর্ণপদক।

তিনি জন্মগ্রহণ করেন- বরিশাল বিভাগের পিরোজপুর জেলার, কাউখালী উপজেলার ৩নং সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামে।

এর আগে গত মৌসুম, ২০১৯ অনুষ্ঠিত প্রাকৃতিক অলিম্পিয়ায় Mr. Natural Olympia সহ দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
তিনি একাধারে ১৯৮৭ এবং ১৯৮৮ তে Mr. Bangladesh সহ সেই বছরই Bangladesh Game’s Gold Medal (বাংলাদেশ গেমসের স্বর্ণপদক) ১৯৮৮ এর খেতাব অর্জন করেন।

তিনি মুঠোফোন দৈনিক আগামীর সংবাদকে জানিয়েছেন, তিনিই প্রথম বাংলাদেশী বিশ্বের ৬৩ টি দেশের প্রতিনিধির মধ্যে এ মৌসুমে ক্রীড়া মডেল ও শরীরচর্চা ক্যাটাগরিতে দু’টি স্বর্ণপদক অর্জন করেছি। এবং গত মৌসুমে, মিঃ ন্যাচারাল অলিম্পিয়া সহ দ্বিতীয় স্থান অর্জন করেছি। দৈনন্দিন জীবনে শারীরিক সুস্থ- সবল থাকতে শরীরচর্চা কোন বিকল্প নেই। বিশেষ করে দেশের যুব- সমজের প্রতি তিনি এই আহব্বান করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ