আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা প্রতিরোধে ঝালকাঠি নাগরিক ফোরামের মাক্স ও জনসচেতনা মূলক লিফলেট বিতরন

ঝালকাঠি প্রতিনিধি :

কোভিড-১৯ তথা করোনা ভাইরাস প্রতিরোধে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক ঘোষিত মাক্স ব্যবহার নিশ্চিত করনে সরকারের পাশাপাশি ঝালকাঠি নাগরিক ফোরামের নবগ্রামম ইউনিয়ন শাখার উদ্যোগে মাক্স ও জনসচেতনা মূলক লিফলেট বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ১১টায় সদর উপজেলার নবগ্রামের জনবহুল স্থান ম্যাজিক ষ্ট্যান্ড ও বাজারে মাক্স ও জনসচেতনা মূলক লিফলেট বিতরন করেছে সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ম্যাজিক ষ্ট্যান্ড সংলগ্ন সকল দোকান ও বাজারের সকল দোকানি ও গনপরিবহন চালকদের মাঝে মাক্স ও জনসচেতনা সৃস্টির লক্ষ্যে জনসচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়।

এসময় ঝালকাঠি নাগরিক ফোরামের সহ সাধারণ সম্পাদক শহীদ রাজা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অমরেম রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, উপপ্রচার সম্পাদক ইমাম হোসেন বিমান, সাংবাদিক বাবুল মিনা, ঝালকাঠি নাগরিক ফোরামের নবগ্রাম শাখার সদস্য সাইদুল হক বাচ্চু, মজিবর রহমান, গৌতম দাস, মো: ফিরোজ হাওলাদার, কমল পাল, মোশারেফ হাওলাদার, আনোয়ার হোসেন, রমেশ পাল, মিন্টু হাওলাদার, শহিদুল হাওলাদার প্রমুখ উপস্থিত থেকে মাক্স ও লিফলেট বিতরন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ