আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

রাজশাহীর পুঠিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক :আতিক খাঁন :

প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন এবং রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোহাম্মদ মনসুর রহমান এমপি।

বৃহস্পতিবার সকাল১১.৩০ মিনিটে বীজ বিতরণ এর অনুষ্ঠান উদ্বোধন করেন ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক, নজরুল ইসলাম, শাহারিয়ার রহিম কনক, ইউনুস আলী এবাদুল সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শামসুন্নাহার ভূঁইয়।

অনুষ্ঠানের আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পুঠিয়া, রাজশাহী।

এ অনুষ্ঠানে পুঠিয়া উপজেলার প্রায় ১৫০০ প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয় এবং তাদের ভালো ফসল উৎপাদনের জন্য উৎসাহিত করেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ