আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

সিরাজদিখানে অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই, আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি 

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার  ১৮ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের  ইসলামপুর  গ্রামের নয়াবাড়ী নামক বাড়ীতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রায় ১ ঘন্টারও অধিক সময় চেষ্টার পর  আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। পরে খবর পেয়ে  শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুরোপুরি ভাবে আগুন নিভাতে সক্ষম হয়, আগুন নিভাতে গিয়ে সাইদ মোল্লা নামে একজন আহত হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, ইসলামপুর  গ্রামের নয়াবাড়ীর মৃত নাছির মোল্লার বাড়ীর মৃত মোঃ ফরহাদের ছেলে রবিউল, মৃত নাছির মোল্লার ছেলে নবেল ও মৃত তুফান মাঝির ছেলে নাইমদের ৩ টি টিনের পাটাতন ঘরে রান্নাঘরের আগুন থেকে আগুন ছড়িয়ে পরে।

অগ্নিকাণ্ডে ঘরে থাকা স্বর্ণালংকার, ফ্রীজ, নগদ টাকা ও দামী আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের লোকজন জানান।

কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী শেখ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ মহিউদ্দিন জানান, রান্নার ঘরের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।  স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার মাঝমাঝি সময়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আগুন নিভাতে সাহায্য করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ