হাসনাত কাইয়ূম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তৎকালীন সেকশন কমান্ডার মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা ( মস্তু মিয়া) র দাফন রাষ্টীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
৮ মার্চ রবিবার রাতে বাংলাদেশ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান।উনার বয়স হয়েছিল ৭৫ বছর।
৯ মার্চ সোমবার দুপুরে থানা পুলিশের একটি দল মস্তু মিয়ার নিজ গ্রাম সরাইলের রানীদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে মরদেহে জাতীয় পতাকা রেখে সশস্ত্র সালাম প্রদর্শণ করেন এবং জানাযা শেষে রানীদিয়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
রাষ্ট্রের পক্ষে সরাইল উপজেলা সমাজ সেবা অফিসার আবু নাইম মির্দা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক কমান্ডার মোঃ ইসমত আলী, সরাইল উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ,সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন ( আনব আলী), মোঃ মরম আলী,কমান্ডার, অরুয়াইল ইউনিয়ন মুক্তিযুদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহের উদ্দিন প্রমূখসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মুক্তিযুদ্ধা মস্তুু মিয়ার মৃত্যুতে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাকিম, সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহের উদ্দিন ও অরুয়াইল ইউনিয়ন মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক ও অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবাল খোকন।