আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ধামরাইয়ে মাস্ক ব্যবহার না করায় ১৯ জনকে অর্থদন্ড

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে উপজেলার পৌর শহরের বিভিন্ন এলাকায় মাস্ক ব্যবহার না করায় ও সরকারের স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ১৯ জনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ই নভেম্বর) বিকেলে ধামরাই পৌর শহরের ধামরাই বাজার, ইসলামপুর, ঢুলিভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার।
এ’সময় তিনি পথচারীদের সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য ও মাস্ক ব্যবহার করার জন্য সতর্ক করে মাস্ক বিতরন করেন।এ’অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ধামরাই থানা পুলিশ।

এ’বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার জানান- মাস্ক ব্যবহার না করায় ও সরকারের স্বাস্থ্য বিধি অমান্য করায় দায়ে ১৫টি মামলায় ১৯ জনকে ছয় হাজার সাত শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্য এ’অভিযান পরিচালনা করা হয়েছে।এ’অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ