আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

শেরপুরে বিষমুক্ত সব্জী চাষ বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা করেছে জনউদ্যোগ

 

শেরপুর প্রতিনিধিঃ

পরিবেশ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিষমুক্ত সব্জী উৎপাদনের লক্ষ্যে শেরপুরে কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আইইডি’র সহায়তায় ১৭ নবেম্বর ২০২০ মঙ্গলবার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সব্জী ভান্ডরখ্যাত খুনুয়া পশ্চিম পাড়া গ্রামে এ সভাটি অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর খামারবাড়ীর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এফএম মোবারক আলী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ফজলুর রহমান কৃষকদের বিষমুক্ত সব্জীচাষ বিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। একইসাথে তারা কৃষি বিভাগের পক্ষ থেকে সকল ধরনের কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। বিষমুক্ত সব্জী চাষের জন্য ফসলের উপকারি ও ক্সতিকার পোকামাকড় সম্পর্কে ধারণা প্রদান করেন। সেইসাথে কীটনাশকের পরিবর্তে সেক্স ফেরোমন ফাঁদ ও জৈব বালাই নাশক ব্যবহার, মাটির উর্বরতা রক্ষায় জৈব সার-কম্পোস্ট তৈরী এবং ব্যবহার, উন্নত বীজ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কৃষাণ-কৃষানীদের অবহিত করা হয়।
জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে নারী উদ্যোক্তা আইরীন পারভীন, আদর্শ কৃষানী হালিমা বেগম, অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামীম হোসেন, কবি-লেখক জ্যোতি পোদ্দার, পাখি পল্লব সংগঠক দেবদাস চন্দ, নারী নেত্রী নিরু শামসুন্নাহার, উদীচী সংগঠক এসএম আবু হান্নান, সাংবাদিক হাকিম বাবুল, নৃ-জাতিগোষ্ঠির নেতা সুমন্ত বর্মন, আইইডি’র প্রোগ্রাম অফিসার বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল প্রমুখ বক্তব্য রাখেন। এ উদ্বুদ্ধকরণ সভায় ওই এলাকার শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন এবং বিষমুক্ত সবজীচাষের আগ্রহ প্রকাশ করেন। পরে উপস্থিত কৃষক-কৃষানীদের মাঝে সিডলেস লেবু, বারোমারি মরিচ, তুলসি, নিম গাছের চারা বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ