হাসনাত কাইয়ুম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দুই দিন ব্যাপী হাম- রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ আজ ৮ মার্চ রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অডিটোরিয়ামে প্রথম দিনের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া প্রশিক্ষনের উদ্বোধন করেন। প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আনাস ইবনে মালেক। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুদক্ষ, (ইপিআই) জনাব আল আমিন । প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত “স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারীরা অংশ গ্রহণ করেন। উল্লেখ্য আগামী ১৮ মার্চ হতে শুরু হবে ০৯ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে ১ডোজ এমআর ভ্যাক্সিন টিকা দেয়া হবে।