আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

নরসিংদীর মুক্তিযুদ্ধা পরিবার মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সহযোগিতা চায়

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদির আলোচিত মুক্তিযোদ্ধার পরিবারে মেয়ে জান্নাতি হত্যার মামলার প্রধান আসামী মাদক সম্রাজ্ঞী ও নারী কিলার শান্তি বেগম ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে।
নরসিংদির আলোচিত জান্নাতি হত্যার মামলার প্রধান আসামী মাদক সম্রাজ্ঞী ও নারী কিলার শান্তি বেগমের  ব্যাপারে  খবর নিয়ে জানা যায় শান্তি বেগম একজন চিহুিত মাদক ব্যাবসায়ী। মাদক ব্যাবসা রাজিনা হওয়ার আপন পুত্রবধু জান্নাতি আক্তার (১৭) কে আগুনে পুড়িয়ে হত্যা করে শান্তি বেগম,স্বামী শিবলী আহমেদ শিবু ,ননদ ফাল্গুনী আক্তার ও শশুর হুমায়ুন।
আরও জানা যায় তাদের পুরো পরিবারটিই মাদক ব্যবসার সাথে জড়িত।
শান্তি বেগমের সাথে গ্রেফতার হওয়া ইয়াসমিন আক্তার হচ্ছে শান্তি বেগমের স্বামী হুমায়ূনের আপন বোন।
 উচ্চ আদালত থেকে জামিন নিয়েখুনীরা আবার ও মাদক ব্যবসা সুরু করে।
পুনরায় আবার ১০০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়েছে। পুনরায় আবারও আদালত থেকে জামিন নিয়ে বাদীর পরিবার কে প্রাণ নাশের হুমকি প্রদান সহ আবার তারা মাদক ব্যবসা শুরু করে।
খুনি মাদক ব্যবসায়ী বুক চারিয়ে ঘুরে বেড়াচ্ছে।
এতে করে মুক্তিযোদ্ধা পরিবার ভয়ে সন্ত্রস্ত ,
অসহায় মুক্তিযুদ্ধা পরিবার মাননীয় প্রধানমন্ত্রী দেশ মাতা শেখ হাসিনার সহযোগিতা চায় ও জান্নাতি হত্যা মামলার আসামীদের দ্রুততম সময়ে খুনীদের ফাঁসী দাবী করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ