আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় হাতেনাতে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার বিকেলে গ্রেফতার আসামির বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।

বিকেলেই আসামিকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে আটক করা হয় বলে দাবী ডিবি পুলিশের।

গ্রেফতার সাইফুল ইসলাম (৩৬) আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্দা। পলাতক মামলার অপর আসামিরা হলেন: আমির হোসেন ও মো. সরোয়ার।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশর উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, দুপুরে বাইপাইল এলাকায় আশুলিয়া ক্ল্যাসিক পরিবহন থেকে চাঁদা আদায়ের গোপন সংবাদ পান তারা। দ্রুত ঘটনাস্থলে পৌছে চাঁদা আদায়ের সময় হাতেনাতে সাইফুল নামে একজনকে আটক করা হয়। বিকেলে আটকসহ আরো দুইজনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের করেন তারা।

তিনি আরো বলেন, মামলার পলাতক দুই আসমি আমির ও সরোয়ার চিহ্নিত পরিবহন চাঁদাবাজ। তাদের গ্রেফতারেও অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ