তরিকুল ইসলাম, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে সদর উপজেলায় গত ৬ মার্চ শুক্রবার ডিবিপুলিশের অভিযানে ২.৫ কেজি গাজাঁসহ দুই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে মঠের বাজার থেকে তাদের আটক করা হয়।
মাদারীপুরের মঠের বাজার থেকে আওলাদ হোসেন ও সুমন পাটোয়ারী নামক দুই যুবককে আটক করেছেন মাদারীপুর গোয়েন্দা পুলিশ। তারা তারা হলেন, শরীয়তপুরের সখিপুর থানার মিলন বেপারিরকান্দি এলাকার নুরুল ইসলামের ছেলে আওলাদ হোসেন (২২) ও ডামুড্যা থানার চরভয়রা এলাকার আহম্মদ আলীর ছেলে সুমন পাটোয়ারী (২৮)। মাদক কেনাবেচা হয় এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল মঠের বাজার এলাকা থেকে তাদের আটক করেন। তাদের দেহ তল্লাসি করে ২.৫ কেজি গাজাঁ উদ্ধার করেন। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদারীপুরে গাজাঁসহ বিভিন্ন মাদকদ্রব্য সাপ্লাই করে আসছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
মাদারীপুর মডেল থানায় তাদের হস্তান্তর করে একটি মামলা দায়ের করা হয়।