আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

করোনার দ্বিতীয় থাবা থেকে মানুষকে রক্ষায় সচেতনতায় আবারও মাঠে  জেলা পুলিশ

মোঃমোস্তফা কামাল ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় সংক্রমন প্রতিরোধে আগাম জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  ময়মনসিংহে জনসচেতনতামোলক প্রচার চালিয়ে যাচ্ছে ময়মনসিংহ জেলা পুলিশ। ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামানের দিকনির্দেশনা মোতাবেক প্রতিদিন নিয়মিত নগরীর বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ জনবহুল পয়েন্টে  জেলা পুলিশের পক্ষ থেকে মাস্কসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী  বিতরন করার পাশাপাশি করোনা থেকে মানুষকে রক্ষায় মাইকিংসহ বিভিন্ন জনসচেতনতামোলক প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ। কর্মসুচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নগরীর গাঙ্গীনাপাড় মোড় এলাকায় গণমাধ্যমকর্মী, সাধারন পথচারী, ও দুস্থ অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরন এবং বিভিন্ন ভোগপন্য দোকান, হোটেল রেষ্টুরেন্টে “নো মাস্ক নো সার্ভিস” লেখা ফ্যাস্টুন ঝুলিয়ে দেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া ও জয়ীতা শিল্পীসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নেতৃত্বে এই মাস্ক বিতরণ ও নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়নে জনসাধারনের উদ্যেশ্য সচেতনামুলক মাইকিং করা হয়। জেলা পুলিশ জানায়- করোনার প্রাদুর্ভাব  যতদিন থাকবে প্রয়োজনে ততদিনই এই কর্মসুচী অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ