ডেক্স- আগামী সংবাদ
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পুকুর থেকে সাকিব (১২)নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধামসার পূর্বপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। সাকিব ওই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে ও খাড়েরা সোনারগাঁও আলীম মাদরাসায় ৫ম শ্রেণির ছাত্র ছিলেন।কসবা থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, সাকিব রাতে তার বাবার সঙ্গে বাড়ির কাছে একটি মাহফিলে যায়। রাত বেশি হয়ে যাওয়ায় ছিদ্দিক মিয়া ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু সাকিব জানায় মাহফিল শেষ করে বাড়ি যাবে। সাকিবকে রেখে ছিদ্দিক মিয়া একাই বাড়িতে ফিরে আসেন। মাহফিল শেষে সাকিব বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা ভোর থেকে তাকে খুঁজতে থাকেন। সকালে বাড়ির কাছে সড়কের পাশে পুকুরে স্থানীয়রা সাকিবের লাশ দেখতে পায়।তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে সড়কের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে কোনো একটি যানবাহন সাকিবকে পেছনে থেকে আঘাত করে। এতে সে সড়কের পাশে পুকুরে পড়ে নিহত হয়। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।