আজ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকার আশুলিয়ায় আগুন লেগে ৭টি বসত ঘর পুড়ে গেছে।

শনিবার শনিবার(০৭মার্চ) দুপুরে পল্লিবিদুৎ এলাকার হালিম মাষ্টারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায় নি।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২ টার দিকে ওই এলাকার একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। নিমিষেই আগুন আশে পাশে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় টিনসেড বাড়ির ৭টি কক্ষ পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কমান্ডার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুনের সুত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায় এখন জানা যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ