পলাশ পাল বিশেষ প্রতিনিধিঃ
হবিগঞ্জ ৪ আসনের মাননীয় এম পি ও জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এম পি মহোদয়ের রোগমুক্তি কামনায় মাধবপুর পংকজ কুমার সাহার সমর্থক গোষ্ঠীর আয়োজিত মাধবপুর শ্রীশ্রী দক্ষিণ কালী মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা, গীতাপাঠ ও প্রসাদ বিতরণ বিতরন করেন।
সেই সময় সাহা ব্রাদার্সের পরিচালক পংকজ কুমার সাহা উপস্থিত সকলের কাছে আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এম পি মহোদয়ের রোগমুক্তির জন্যে সকলের আশীর্বাদ চান,,তিনি এম পি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ুও কামনা করেন।