আজ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

৪ দিন পরেও খোঁজ মেলেনি সৌদি প্রবাসী হাবিবের: থানায় জিডি

 

সাজন বড়ুয়া সাজু :

৪ দিন পরেও খোজ মেলেনি প্রবাসী কক্সবাজারের প্রবাসী হাবিন উল্লাহ নামে এক ব্যাক্তির।
গত ৩১ই অক্টোবর রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় কক্সসবাজার হতে চট্রগ্রামের উদ্দশ্যে হাবিব উল্লাহ নামব এক যুবক রওনা করে। সে সৌদি আরব প্রবাসী বলে জানা গেছে। ওইদিন রাত ০৯ টার সময় পরিবারের সাথে তার শেষ কথা হয়।তার কিছুক্ষন পর হঠাৎ করে তার মোবাইলে যোগাযোগ বন্ধ পাওয়া যায়। উদ্বিগ্ন পরিবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়।
পরদিন সকালে ১০ টার দিকে তার পিতা সদর থানায় সাারন ডায়েরি করে। অপরিচিত একটি নাম্বার হতে তার বাবার কাছে ফোন আসে। তার বাবার দাবি, কয়েকজন যুবক ফোনে তার কাছে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। অনাদায়ে তার সন্তানকে ফেরত পাবেনা বলে হুমকি ধমকিও দেয়। এখনো পর্যন্ত তার কোন খোঁজ মিলেনি।
তার অসহায় পরিবার আইন শৃংখলা বাহিনী সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিখোঁজ হাবিব উল্লাহর ঠিকানাঃ হাবিব উল্লাহ, পিতা:-আব্দুল হাকিম প্রকাশ আব্দুল হক।বর্তমান ঠিকানা:-বদর মোকাম রোড,সদর থানা রোড,কক্সবাজার।স্থায়ী ঠিকানা:-শ্রীমুরা,পশ্চিম পাড়া,চাকমারকুল, রামু,কক্সবাজার।

কেও সন্ধান বা খবরাখবর পেয়ে থাকলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রহিল 01867430066।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ