নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী, কৈলাইন মিয়া বাড়ির সূর্যসন্তান, মহান মুক্তিযুদ্ধের ২নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান জনাব শাহজাদা মিয়া খোকা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। আজ বুধবার (০৪ নভেম্বর, ২০২০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোক বার্তায় বেরোবি ভাইস-চ্যান্সেলর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বিবৃবিতে প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া খোকা ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। একাত্তরের অগ্নিঝরা দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেন। কর্মীবান্ধব শাহজাদা মিয়া খোকা তাঁর রাজনৈতিক জীবনে কর্মীদের জন্য সব কিছু উজাড় করে দিয়ে গেছেন। বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, তাঁর অগাধ দেশপ্রেম ও সমাজ সেবার কথা কৃতজ্ঞচিত্তে আজীবন স্মরণ রাখবে বৃহত্তর কুমিল্লা তথা সারাদেশের মানুষ। উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও মহোদয়ের জেঠাতো ভাই কুমিল্লার চান্দিনা উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া খোকা’র মৃত্যুতে শোক জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।