বিশেষ প্রতিনিধিঃ
আজ ৪ নভেম্বর ২০২০ইং বুধবার,সুনামগঞ্জ জেলা যুবলীগের একনিষ্ঠা কর্মী হিমেল হোসাইনের জন্মদিন আজ।তার জন্মদিনে জেলার দলীয় বিভিন্ন নেতা কর্মীগণ শুভেচ্ছা জানান । জেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন দলের জেলা নেতা কর্মী সহ সুনামগঞ্জ সদর,বিশ্বম্ভরপুর, তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনাগর সহ বিভিন্ন উপজেলার কর্মীগণ জন্মদিনে শুভেচ্ছা জানান।
জানা যায়,সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দূর্গাপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব তাহের মিয়ার প্রথম পূত্র হিমেল হোসাইন। আজকের এইদিনে উক্ত পরিবার কে আলোকিত করে তার জন্ম হয়। এইদিনে পরিবারে যেন আনন্দের সীমা নেই।তার পর তিনি দীরে দীরে স্কুল ও কলেজে অধ্যয়ন করার সময় বাংলাদেশ ছাত্রলীগে যুগ দেন।তার পর দীরে দীরে যোগ দেন যুবলীগে ।এভাবেই তার রাজনৈতিক জীবন শুরু হয়।
হিমেল হোসাইন জানান,এপর্যন্ত আমাকে অনেক নেতা কর্মী আমার জন্মদিনে শুভেচ্ছা জানান। সবাইকে আমি আমার অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক অভিনন্দন জানাই।তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবার সহযোগীতি ও ভালো বাসা নিয়ে আমি আরো এগিয়ে যেতে চাই । সবার দোয়া ও ভালোবাসা কামনা করি।