মুন্সীগঞ্জ প্রতিনিধি :
সিরাজদিখানে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে “নো-মাস্ক নো-সার্ভিস” সরকারী নির্দেশ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার ৪ নভেম্বর দুপুর ১২টায় উপজেলার সিরাজদিখান বাজারের বিভিন্ন দোকানে ও পথচারিদের মাস্ক পরিধান না করায় জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এসময় তিনি পথচারি ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহারে সচেতন হতে বলেন ও মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক ব্যবহার না করায় ২ জন পথচারি ও ৯ জন ব্যবসায়ীকে দন্ডবিধি ১৮৬০ এর ২৩৯ ধারায় ও ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ২৩ ধারায় মোট ১১ জনকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়নে ও জনসচেতনতায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।