নিজস্ব প্রতিবেদক
গাজিপুরের কাশিমপুরে ইজিবাইক উল্টে সুমন (৩০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে গাজীপুরের কাশিমপুর- নরসিংহপুর আঞ্চলিক সড়কের ডিবিএল গ্রুপ সংলগ্ন দেওয়ানবাড়ি বাস স্ট্যান্ডে এঘটনা ঘটে। পরে বিকেলে নিহতের মরদেহ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহত সুমন বগুড়ার গাবতলী থানার কদমতলী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকার এসকেএফ ফার্মাসিটিক্যাল লিমিটেড নামের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে।
নিহতের স্বজন জানান, সুজন সকালে ডিবিএল গ্রুপের একটি ওষুধ কারখানায় চাকরির সাক্ষাতকার দেওয়ার জন্য গাজীপুরের কাশিমপুরে যান। পরে ইজিবাইক যোগে দুপুরে কাশিমপুর-নরসিংহপুর সড়কের দেওয়ানবাড়ি বাস স্ট্যান্ডে পৌছালে তাদের ইজিবাইকটি উল্টে যায়। এসময় তিনি ওই ইজিবাইকের নিচে পড়ে গেলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক হারুন বার্তা২৪.কম-কে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।