আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

করোনাকে জয় করে কর্মস্থলে যোগদান করলেন কৃষি কর্মকর্তা

মোঃ ইসহাক
গোদাগাড়ী রাজশাহী উপজেলা প্রতিনিধিঃ
করোনার সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়ে কাজে ফিরেছেন গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সৌরভ।
 মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তিনি কর্মস্থলে  যোগদান করতে এলে অধিদপ্তরের  অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সাদরে গ্রহণ করে নেন ।
শফিকুল ইসলাম সৌরভ বলেন, করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই হোম করেন্টাইন পালন করেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন অনেকটা সুস্থ আছেন বলে জানা।
 তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন ।
 গত ১৭ অক্টোবর শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে ১৯ অক্টোবর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রেজাল্ট আসে ।
সর্বশেষ ৩১ শে অক্টোবর পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনা নেগেটিভ আসে।
 কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মতিয়র রহমান সোশ্যাল মিডিয়ায় জানান,আল্লাহর অশেষ রহমতে আমাদের উপজেলা কৃষি অফিসার  দীর্ঘদিন পর সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে এসেছেন। দীর্ঘদিন করোনায় আক্রান্ত থাকলেও স্যার বিন্দু পরিমাণ দূরে ছিলেন না, সবসময় আমাদের পাশে থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন। স্যারকে যখনই ফোন দিয়েছি, অসুস্থ থাকলে স্যার বিরক্ত বোধ করেন নি বরং কষ্ট হলেও তিনি আমাদের ফোন রিসিভ করে সঠিক নির্দেশনা দিয়েছেন। একজন নবীন কর্মকর্তা হিসেবে সময়মত স্যারের নির্দেশনা পেয়ে অফিস চলমান রাখতে পেরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ