আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ বিয়ার আটক 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: 

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩১২ ক্যান বিয়ারের চালান আটক করা হয়েছে। মঙ্গলবার ৩ নভেম্বর বিকাল সাড়ে ৩ টার দিকে ডিবি পুলিশ অভিযান  চালিয়ে ৩১২ ক্যান বিয়ার উদ্ধার করে। মুন্সীগঞ্জ ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে মোঃ ইমরান হাওলাদারের বসত বাড়িতে অভিযান চালিয়ে এই বিয়ার উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত বিয়ারের পরিমাণ ১৩ কেইস বা ৩১২ ক্যান। এই সময় ইমরান হাওলাদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মুন্সীগঞ্জের ডিবি ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ সদরের চর মুক্তারপুর এলাকা থেকে বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার করে । আসামি ইমরান হাওলাদার পালিয়ে গেলেও তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। স্থানীয়রা জানান, ইমরান হাওলাদার একজন বড় মাপের মাদক ব্যবসায়ী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ