শেখ রেজাউল করিম রুবেল
সুজানগর, পাবনা:
পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের উদ্যোগে গতকাল মঙ্গলবার শোকাবহ জেলহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং একই স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান এসএম শামছুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম তরুণ, সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফররুখ কবির বাবু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, ্ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রভাষক কামরুজ্জামান দয়াল, আনোয়ার হোসেন আয়নাল, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা ও ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন।