সুজানগর উপজেলা প্রতিনিধি সুজানগর পাবনা,বিপাশা চৌধুরী:
পাবনার সুজানগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে গতকাল মঙ্গলবার জাতির ইতিহাসে কলঙ্কময় বেদনাবিধুর জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত জোটের উপদেষ্টা সাংবাদিক তৌফিক হাসান, যুগ্ম আহবায়ক উদয় অধিকারী, সাংবাদিক এম.মনিরুজ্জামান, রাজু আহমেদ, সদস্য জয়ন্ত কুমার কুন্ডু ও পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা।