হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের তালশহর পশ্চিমপাড়া এলাকার প্রবাসি মুজিবুর রহমানের বাড়ীর রাস্তাটি বাশঁ ও কাঁঠা দিয়ে জোরপূর্ক বন্ধ করে দিয়েছে প্রতিবেশী মাহফুজ বাহিনী এ বিষয়ে ভোক্তভোগী বাদি হয়ে ফাতেমা আক্তার আশুগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে এলাকাবাসির কাছ থেকে ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, তালশহর পশ্চিমপাড়া এলাকার মুজিবুর রহমান প্রবাসী তিনি প্রবাসে আছেন। তার পাঁচ মেয়ে ও এক ছেলে বাড়িতে থেকে পড়াশুনা করছে। বড় মেয়ে কলেজে পড়ে ও অন্য মেয়েরা স্কুলে পড়াশুনা করে। গত ৩১ অক্টোবর দুপুরে এই পুরুষশুন্য পরিবারকে বাশঁ ও কাঁটার বেড়া দিয়ে জোরপূর্বক রাস্তা বন্ধ করে রেখেছে প্রতিবেশী মাহফুজ মিয়া গংরা। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী মাহফুজ মিয়াকে জিজ্ঞাসা করিলে মনির মিয়া, সেলিম মিয়া, রিসাদ মিয়া, রাব্বি মিয়া ও মাহফুজুর রহমান সহ প্রবাসীর মেয়েদেরকে সন্ত্রাসী কায়দায় মারধর ও শ্লীলতাহানি করে। আশেপাশের লোকজন এসে তাদেরকে রক্ষা করে প্রানে বাচিয়েছেন এছাড়াও মাহফুজ মিয়ার বাড়িতে প্রতিরাতে মাদক ব্যবসা ও জোয়ার আসর বসে। এসব আসর থেকে মেয়েদেরকে উত্তক্ত করে আসছে বলে জানিয়েছন ফাতেমা আক্তার।
এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, অভিযোগটি তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। যতটুকু আইনি সহযোগিতা দরকার হয় ততটুকু আইনি সহযোগিতা বাদীনি পাবে।