আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

আশুগঞ্জে প্রবাসীর বাড়ীর রাস্তা বন্ধ করে পরিবারের উপর সন্ত্রাসী কায়দায় মারধরের অভিযোগ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের তালশহর পশ্চিমপাড়া এলাকার প্রবাসি মুজিবুর রহমানের বাড়ীর রাস্তাটি বাশঁ ও কাঁঠা দিয়ে জোরপূর্ক বন্ধ করে দিয়েছে প্রতিবেশী মাহফুজ বাহিনী এ বিষয়ে ভোক্তভোগী বাদি হয়ে ফাতেমা আক্তার আশুগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে এলাকাবাসির কাছ থেকে ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, তালশহর পশ্চিমপাড়া এলাকার মুজিবুর রহমান প্রবাসী তিনি প্রবাসে আছেন। তার পাঁচ মেয়ে ও এক ছেলে বাড়িতে থেকে পড়াশুনা করছে। বড় মেয়ে কলেজে পড়ে ও অন্য মেয়েরা স্কুলে পড়াশুনা করে। গত ৩১ অক্টোবর দুপুরে এই পুরুষশুন্য পরিবারকে বাশঁ ও কাঁটার বেড়া দিয়ে জোরপূর্বক রাস্তা বন্ধ করে রেখেছে প্রতিবেশী মাহফুজ মিয়া গংরা। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী মাহফুজ মিয়াকে জিজ্ঞাসা করিলে মনির মিয়া, সেলিম মিয়া, রিসাদ মিয়া, রাব্বি মিয়া ও মাহফুজুর রহমান সহ প্রবাসীর মেয়েদেরকে সন্ত্রাসী কায়দায় মারধর ও শ্লীলতাহানি করে। আশেপাশের লোকজন এসে তাদেরকে রক্ষা করে প্রানে বাচিয়েছেন এছাড়াও মাহফুজ মিয়ার বাড়িতে প্রতিরাতে মাদক ব্যবসা ও জোয়ার আসর বসে। এসব আসর থেকে মেয়েদেরকে উত্তক্ত করে আসছে বলে জানিয়েছন ফাতেমা আক্তার।

এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, অভিযোগটি তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। যতটুকু আইনি সহযোগিতা দরকার হয় ততটুকু আইনি সহযোগিতা বাদীনি পাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ