নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে বিশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোল্লার উপর সন্ত্রাসী হামলায় বিশা ইউনিয়নের জনগণ বিচার দাবি করেছেন।
মঙ্গলবার দুপুরে শত শত পুরুষ ও নারী বিচারের দাবি জানান ব্যানার নিয়ে উপজেলা আ’লীগ অফিসের সামনে৷
জানাযায়, সোমবার নওগাঁ হতে কাজ শেষে বাড়ীতে যাচ্ছিলেন চেয়ারম্যান আ: মান্নান মোল্লা । পথি মধ্যে মালিপুকুর নামক স্থানে রাস্তা ভাঙ্গা থাকায় মটরসাইকেলের গতি কম করলে হঠাৎকরে সন্ত্রাসীরা তার মাথায় আঘাত হানে। মাথায় হেলমেট থাকায় তাহার বাম হাতে ক্ষত হয়। তৎক্ষনাত সে গাড়ী জোড়ে টান দিয়ে মালিপুকুর গ্রামের এক বাড়ীতে লুকিয়ে আত্রাই থানার পুলিশ কে খবর দিলে পুলিশ এসে চেয়ারম্যানকে উদ্ধার করেন।
পরে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। বর্তমানে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আত্রাই থানা তদন্ত অফিসার মোজাম্মেল হক বলেন, সোমবার রাত্রি আনুমানিক সোয়া ১১ টায় খবর পেয়ে চেয়ারম্যান আঃ মান্নান মোল্লাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহীতে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সুস্থ্য আছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।