ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়িতে গরীব ও দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৩ নভেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদের অর্থায়নে মুক্তিযোদ্ধা জহরুল হক হল এ উপলক্ষে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা সায়েদুল অারেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব।
শিক্ষক নেতা নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, পুরুষ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, যুব উন্নয়ন কর্মকর্তা হান্নান চৌধুরী, নারী নেত্রী মিরা বাই দেবী, সাবেক ছাত্রনেতা জয়নাল অাবেদীন, মীর মোরশেদ, যুবলীগ নেতা অাক্কাস অালীসহ অারো অনেকে। অালোচনা সভা শেষে ২০ জন দু:স্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. অাবু তৈয়ব বলেন, ‘অাওয়ামীলীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। নারী উন্নয়নে সরকার নানা প্রদক্ষেপ গ্রহণ করেছে। দু:স্থ নারীদের জীবনমান উন্নয়নে অাত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে অামরা অাজকে সেলাই মেশিন বিতরণ করেছি। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।