বরিশাল প্রতিনিধি :
নির্বাচন কমিশন থেকে সোমবার পৌরসভার নির্বাচন ঘোষনার পর পর বরিশালের গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমীন হাওলাদার গন সংযোগ, মিছিল ও উঠান বেঠক করেছেন।
সোমবার ঈশা নামাজ বাদে পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমীন হাওলাদারের সমর্থনে বড় কসবা, বানিয়াশুড়িসহ বিভিন্ন এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে ৩নং ওয়ার্ডের আল্লাহর মসজিদ এলাকার ফকিরবাড়ি মাঠে জড়ো হয়। অবসরপ্রাপ্ত এনএসআইর উপ-পরিচালক মোঃ ইসকেন্দার আলী সরদারের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমীন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের খান, টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী রিপন সরদার, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিল জর্দি, জবস টিভির গৌরনদী উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, মোঃ সিরাজুল ইসলাম কবিরাজ, মোঃ রাজ্জাক কবিরাজ, মোঃ সাইফুদ্দিন হাওলাদার, মোঃ আরশাদ হাওলাদার, মোঃ শহিদুল খাঁন,সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের এজিএস রেজভিজ্জামান রিয়াজ হাওলাদার, সমাজ সেবক আঃ জলিল তালুকদার, মোঃ সেন্টু তালুকদারসহ।