আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ে ৩য় শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধামরাই প্রতিনিধি

 

ঢাকার ধামরাইয়ে নদী আক্তার (১০) নামে এক ৩য় শ্রেণীর স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলের দিকে ধামরাই পৌর এলাকার লাকুড়িয়া পাড়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নদী আক্তার মানিকগঞ্জ জেলার শিবালয় থানার কান্দা বাসাইল গ্রামের মো: রুবেল হোসেনের মেয়ে।
নিহতের মা নুরুননাহার বেগম জানান, গতকাল স্কুল থেকে বাসায় ফিরে নদী একটি স্কুল ব্যাগ কিনে দিতে বলে। আমি বলেছিলাম এখন হাতে টাকা নেই তোর বাবা টাকা পেলে তোকে একটি ব্যাগ কিনে দিতে বলব। এই কথা শুনে রাগ করে চলে যায়। সকালে স্কুল থেকে বাসায় ফিরে কোন খাবার না খেয়ে কোথায় যে চলে গেল। মনে করলাম অন্য বাচ্চাদের সাথে খেলতে গেছে। কিন্তু বিকাল হয়ে গেলেও বাসায় না ফিরে এলে তখন তাকে খুঁজতে থাকি। অনেক খুজাখুজির পর দেখি পাশের ফাঁকা একটি ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আছে। পরে আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন চলে আসে।

এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) মো: রিপন হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়েছে। পরে ঘর থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে কোন অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ