আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

হবিগঞ্জে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

বিকাশ দাশ সিলেট প্রতিনিধি :

হবিগঞ্জে চা শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার (উপসচিব) তৌহিদ আহমদ সজল।সিআইপিআরবি-র সহায়তায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ বিল্লাল হোসেন, জাতিসংগের জনসংখ্যা তহবিলের ফিল্ড অফিসার ডাঃ নুরে-ই-আলম সিদ্দিকী, উপপরিচালক কৃষি তমিজ উদ্দিন খান, প্রকল্প সমন্বয়কারী আলতাফুর রহমান প্রমুখ।এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
আলোচনাকালে প্রকল্প কর্মকর্তাগণ বলেন, সরকারের চলমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসুচীসমুহ বিশেষ করে চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা বিষয়ে তথ্য জানা যাবে এবং সেগুলোর উন্নয়নে উল্লেখিত প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ